ঢাকা : যুক্তরাজ্যে গত ৯ দিনে তীব্র তাপদাহে প্রায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেই দেশটিতে ৪ নম্বর সতর্কতা জারি করা হবে বলে সরকারী সূত্রে জানা গেছে।
দেশটির আবহাওয়া অফিস চলতি সপ্তাহে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে উষ্ণ আবহাওয়ার কারণে প্রতিদিন লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিসে এক হাজারেরও বেশি ফোন আসছে বলে সেখানকার কর্মকর্তা জেসন কিলেনস জানিয়েছেন।
দেশটিতে বর্তমানে তিন নম্বর সতর্কতা জারি করে করে জনসাধারণকে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্বাস্থ্য পরিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সকাল এগারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সূর্য্যের আলো থেকে দূরে থাকতে, শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে, সুঁতি কাপড়ের হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরিধান করতে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসা সেবা গ্রহণ করতে পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করার জন্যও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
২০০৬ সালের পর বৃটেনে এতো দীর্ঘ সময় ধরে তাপদাহ থাকেনি। ২০০৬ সালে বৃটেনে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২০০৩ সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।---ডিনিউজ
দেশটির আবহাওয়া অফিস চলতি সপ্তাহে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে উষ্ণ আবহাওয়ার কারণে প্রতিদিন লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিসে এক হাজারেরও বেশি ফোন আসছে বলে সেখানকার কর্মকর্তা জেসন কিলেনস জানিয়েছেন।
দেশটিতে বর্তমানে তিন নম্বর সতর্কতা জারি করে করে জনসাধারণকে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্বাস্থ্য পরিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সকাল এগারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সূর্য্যের আলো থেকে দূরে থাকতে, শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে, সুঁতি কাপড়ের হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরিধান করতে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসা সেবা গ্রহণ করতে পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করার জন্যও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
২০০৬ সালের পর বৃটেনে এতো দীর্ঘ সময় ধরে তাপদাহ থাকেনি। ২০০৬ সালে বৃটেনে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২০০৩ সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়