নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী হাইওয়ে পুলিশের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসও ট্রাক ও প্রাইভেটকারের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ৩জন মারা যান। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।
আহতদের মধ্যে আজাদ নামে একজনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।(পরিবর্তন)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়