১৪০ ডলারের মালিককে ৯২ কোয়াড্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিলো পেপল!
ক্রিস রেনল্ডের একাউন্টে প্রায় ১৪০ ডলার ছিলো। কিন্তু ক্রিস যখন তার ব্যালেন্স দেখলেন ৯২ কোয়াড্রিলিয়ন ডলার, চমকে উঠলেন তিনি। তার চমকে যাওয়াটা কতোটুকু গভির ছিলো তা বুঝতে পারবেন, যখন ৯২ কোয়াড্রিলিয়ন ডলার আপনি অঙ্কে লেখা দেখবেন। ঊনিশটি সংখ্যা দরকার হয়েছে ৯২ কোয়াড্রিলিয়ন লেখতে! আর ড্রলারকে টাকায় পরিবর্তন করলে কী দাঁড়ায় দেখুন। মাত্র ৭১,৮৬৬,৬৯৮,১২১,০৪৩,৯৪৭,৫২.০০ টাকা! আক্ষরিক অর্থেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগার।
চক্ষু তো ভালো, আপনার হৃদস্পন্দনই বন্ধ হয়ে যেতে পারে এই ৯২ কোয়াড্রিলিয়ন নিয়ে আরো তথ্য জানলে! যেমন, আমেরিকান সরকারের কাছে মোট গচ্ছিত সম্পদের ৫৫০০ গুণ এই ‘ম্যাজিক ফিগার’! ৯২,২৩৩,৭২০,৩৬৮,৫৪৭,৮০০ ডলারকে একবার ৫৫০০ দিয়ে গুণ করে দেখেন কী দাঁড়ায়! আপনার ক্যালকুলেটর ভেঙে দুই পাঁচ দশটা ডিজিট বাইরেও চলে আসতে পারে!
যা হোক, ক্রিস রেনল্ড এ্যাকাউন্টে এতো টাকা দেখেই বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হয়েছে। আসলেই তাই হয়েছে। বিশ্বজুড়ে অনলাইনে টাকা পয়সা লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপলের ভুলে ঘটেছে এই ঘটনা। এ বিষয়ে ‘ভিকটিম’ ক্রিস রেনল্ড বলেন, “পেপলের এই ভুলে বেশ মজাই পেলাম! সংক্ষিপ্ত সময়ের জন্য আমি পৃথিবীর ধনীতম মানুষ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় এতো কম সময় পৃথিবীর সেরা ধনী হিসেবে আর কেউ থাকেনি।”
আসলেই বড্ড কম সময় ধনী ধাকতে পেরেছেন ক্রিস। কারণ ভুলটি ধরা পড়ার পরই ক্রিসের এ্যাকাউন্ট সঠিকভাবে আপডেট করে দিয়েছে পেপল!--পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়