Monday, July 29

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৫১

ইরাকের রাজধানী বাগদাদসহ দেশটির বিভিন্ন শহরে সিরিজ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক মানুষ।
সোমবার পুলিশ ও চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, সোমবার সকালে বাগদাদসহ দেশটির বিভিন্ন এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রধানত শিয়া অধ্যূষিত এলাকাগুলো লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয় বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
সোমবার বসরা শহরের এক বাজারে বোমা বিস্ফোরণের নিহত হয় তিন জন। কুত শহরে দুটি গাড়িবোমা হামলায় প্রাণ হারায় কমপক্ষে ১০ জন। মাহমুদিয়ায় মারা যায় আরো চার জন। বাকি হামলার ঘটনাগুলো ঘটে বাগদাদের আশেপাশের সদর সিটি, হাবিবিয়া, হুরিয়া, বাইয়া, উর, সুর্তা, কাদিমিয়াহ ও রিসালায় এবং এসব এলাকায় বাকিরা প্রাণ হারায়।
ইরাক বডি কাউন্ট নামের এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কেবল জুলাই মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে সাত শতাধিক মানুষ।
সূত্র : বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়