নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার মহেষপুর খলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক স্কুল ছাত্রীকে রক্তাক্ত জখম করায় বশির আহমদ নামের এক ব্যক্তিকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় বশির আহমদসহ তার চার পুত্রকে আসামী করে পার্শ্ববর্তী বাড়ীর শাহজাহান বাদী হয়ে মামলা করেছেন। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রেফতারকৃত বশির আহমদ ও শাহজাহান গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার প্রতিপ বশির আহমদ শাহজাহানের চাচাতো বোন স্কুল ছাত্রী সুমাইয়া বেগম (১৪) কে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় নেহারুন নেছা নামে এক মহিলাও আহত হন। এ ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার বশির আহমদকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। মামলার বাদী শাহজাহান জানান ঘটনার পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় নি। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তার অভিযোগটি পুলিশ এফআইআর করে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়