স্কুল পর্যায়ে জাতীয়ভাবে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কানাইঘাট উপজেলা পর্যায়ে ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে কানাইঘাট ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল খেলায় ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে। ফাইন্যাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিা কর্মকর্তা শাহীন মাহবুব, কানাইঘাট প্রাথমিক শিক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলিমা রাণী চক্রবর্তী প্রমুখ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
সবাইকে ধন্যবাদ
ReplyDelete