Wednesday, July 24

রংপুরে গলাকাটা লাশ উদ্ধার


রংপুর: রংপুর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার মমিনপুর ইউপি’র মুন্সিরহাট এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মুন্সিরহাটের একটি ক্যানেলের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খলিফা জানান, লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়