Monday, July 8

নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নরসিংদী: সোমবার সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা চৌধুরী মোঃ আব্দুল ফারাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুরাইয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান, জেলা তথ্য কর্মকর্তা সানজীদা আমীন। 
জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নরসিংদী জেলার সফল মৎস্য চাষি হিসেবে প্রধানমন্ত্রীর নিকট থেকে রৌপ্য পদক পুরস্কারপ্রাপ্ত চিনিশপুর দিপশিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ছফুরা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর পর বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে মৎস্য সপ্তাহ উপলক্ষে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরন করা হয়। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাছে মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’। জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পুকুর, নদী, খালে, বিলে, পতিত জলাশয়ে মাছ চাষ করে মাছের চাহিদা পূরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়