Thursday, July 11

কানাইঘাটে ভূমির জবর দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের ৫নং বড়চতুল ইউপির পর্বতপুর গ্রামে এক ব্যক্তির দলিল সূত্রে কেনা ভোগ দখলীয় ভূমির একাংশ জোরপূর্বকভাবে গ্রামের প্রতিপ লোকজন জবর দখল চেষ্টার ঘটনায় দু’পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পরিপ্রেেিত গত বুধবার কানাইঘাট থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগে জানা যায়, পর্বতপুর গ্রামের হাজী আব্দুল্লাহর পুত্র ফখরুল ইসলাম গংরা একই গ্রামের মৃত হাজী আব্দুল ওহাবের বড় ছেলের কাছ থেকে দলিল মূলে মৌজার জে.এল নং- ৫২, খতিয়ান নং- ১৫০৪, এস.এ. দাগ- ১২৩, হাল দাগ- ১১৫, এরিয়া ৩৩ শতক ফসলি জমি খরিদ করেন। খরিদের পর জমির খন্ডটি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসলেও সম্প্রতি জায়গার ভাগ বাটোয়ারা পরিবর্তন দাবী করে আব্দুল ওয়াহাবের পুত্র জালাল উদ্দিন গংরা গত বুধবার ফসলি জমির একাংশ জোরপুর্বকভাবে দখল করতে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা চলে যায়। এ ঘটনায় জমির খরিদদার ফখরুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি পূর্বে জালাল উদ্দিন গংদের বিরুদ্ধে পূর্বে জিডিও করেন। থানার জিডি নং (২৯৮) ০৮-০৭-১৩। যে কোন সময় জমির দখল নিয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তপে কামনা করেছেন।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়