:: রাঙামাটি প্রতিনিধি ::
রমজানের প্রায় শেষ মুহূর্তে জমে উঠছে রাঙামাটিতে ঈদের বাজার। রমজানের শুরুতেই ঈদ বাজারে ক্রেতাদের তেমন একটা ভিড় দেখা যায়নি। কিন্তু ২০-২১ রোজার পর থেকে শহরের সকল মার্কেট ও শপিংমলগুলোতে পুরোদমে কেনাকাটা জমে উঠেছে।
রমজানের প্রায় শেষ মুহূর্তে জমে উঠছে রাঙামাটিতে ঈদের বাজার। রমজানের শুরুতেই ঈদ বাজারে ক্রেতাদের তেমন একটা ভিড় দেখা যায়নি। কিন্তু ২০-২১ রোজার পর থেকে শহরের সকল মার্কেট ও শপিংমলগুলোতে পুরোদমে কেনাকাটা জমে উঠেছে।
সকাল থেকে রাত পর্ষন্ত ক্রেতারা নিজেদের পছন্দের পণ্য কেনায় ব্যস্ত হয়ে উঠেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদের বাজার বেশ চড়া। তারপরও ঈদের কেনাকাটা বলেই ক্রেতারা বেশী দাম দিয়ে কিনছে পছন্দের পণ্যটি।
ক্রেতারা অভিযোগ করেছেন, ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে সব পণ্যের দাম বাড়িয়েছে। দাম বেশি হওয়াতে অনেকেই পছন্দের জিনিসপত্র ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। আকর্ষনীয় পণ্যটি পছন্দ হলেও অনেক ক্রেতা মুখ ঘুরিয়ে নিচ্ছেন।
দেশ দোকানের মালিক কামাল হোসেন জানান, দেশীয় সংস্কৃতির পোশাকগুলো আমার দোকানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। সব পোশাকের নির্ধারিত মূল্য বেঁধে দেয়া হয়েছে। তবে আগের বারের চেয়ে এবার কাপড়ের দাম একটু বেশী।
রমনী শাড়ি বিতানের মালিক আব্দুল কাদের জানান, শপিংমলগুলোতে ঈদের নতুন নতুন ফ্যাশন ও আধুনিক ডিজাইনের পোশাক ও অলংকার সামগ্রী তোলা হয়েছে। তাই বিক্রি কম হচ্ছে।--পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়