Saturday, July 20

শ্রীমঙ্গলে বৃদ্ধার লাশ উদ্ধার


মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাপশা (নতুনবাজার) গ্রাম থেকে রাহেলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার কে ছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাহেলা খাতুন  মাধবপাপশা (নতুনবাজার) গ্রামের মৃত জুনাব আলীর  স্ত্রী। 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তার শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে যান। এ সময় তাকে ঘরের ফ্যানের  সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ তার লাশ উদ্ধার বেলা  ৩টায় ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর  হাসপাতাল মর্গে পাঠায়। ভুনবীর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লা  জানান, গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে রাহেলা খাতুন  আত্মহত্যা কে ছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়