Saturday, July 13

রাজনীতি ছাড়ছেন না শামীম ওসমান

ঢাকা : সরকারের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ায় ঠিক এই মূহুর্তেই রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন নারায়নগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তবে নিখোঁজ যুবলীগ নেতা ক্যাঙ্গারু পারভেজকে ফেরত দিতে প্রশাসন ব্যর্থ হলে, স্থানীয় রাজনীতি ক্রমেই আরো সংঘাতময় পরিস্থিতিতে গড়াবে বলেও আশংকা প্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলায় সন্দেহভাজন যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম ভুঁইয়া পারভেজ নিখোঁজ হন গত শনিবার। তাকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে মঙ্গলবারের মধ্যে ফেরত না পেলে আওয়ামী লীগ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের আলোচিত এই নেতার বেধে দেয়া সময়সীমা পার হয়েছে চারদিন হলো। তিনি কি সত্যি সত্যি ছাড়ছেন আওয়ামী লীগ?
তাহলে কেন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, জানতে চাইলে মেলেনি সুস্পষ্ট কোনো জবাব।

তিনি আরো বলেন অসহায় নেতা-কর্মীদের চার্জের মুখে আমি বলতে বাধ্য হয়েছি। আর কত সহ্য করবে তারা?

পারভেজের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে  দল ও সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ সমালোচিত এই আওয়ামী লীগ নেতার। কোর্ট থেকে মামলা গেলেও থানা মামলা নিচ্ছে না। যাদের প্রভাবে মামলা নিচ্ছে না তারাই পারভেজকে গুম করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী কেন জবাব দিচ্ছে না? আমি তার পদত্যাগও চাইতে পারছি না দলে থাকার কারনে জানালেন শামীম ওসমান।

ত্বকী হত্যা নিয়ে দলের ভেতরে প্রতিপক্ষ একের পর এক অপকর্ম করছে অভিযোগ করে শামীম ওসমান বলেন- সরকার এবং দলের ভাবমূর্তি বিবেচনা করেই অনেক কিছুই গোপন করেছেন তিনি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়