Wednesday, July 10

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্র্রতিবেদক:
পবিত্র রমজান মাসে কানাইঘাট উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা বিদ্যুৎ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এক জররুী সভা কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিস-২ এর ডিজিএম আবুল কালামের পরিচালনায় সভায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসে ইফতার, তারাবি ও সাহ্রির সময় লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সভায় নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই কোন কারণে লোড শেডিং করতে হলে পূর্বেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়ে রাখার জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সভায় ডিজিএম আবুল কালাম ইফতার, তারাবি ও সেহ্রির সময় লোডশেডিং হবে না বলে আশ্বাস প্রদান করেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়