Tuesday, July 9

আশুগঞ্জে অ্যাম্বুলেন্সের-ট্রাক সংর্ঘষে নিহত ২


ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর নামক স্থানে মঙ্গলবার ভোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো অ্যাম্বুলেন্সের চালক সাইফুল ইসলাম-(৩০) ও গাড়ির হেলপার সবুজ মিয়া-(২৫) নিহত সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায় এবং সবুজের বাড়ি একই জেলার বরুড়া উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছুলে হবিগঞ্জগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক সাইফুল ইসলাম ও হেলপার সবুজ মিয়া  নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়