ঢাকা : দেশের দুই তৃতীয়াংশ মানুষের জন্য খাদ্যে ভর্তুকি দেয়ার আইন পাশ করতে যাচ্ছে ভারত। আজ আইনটিতে সই করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।
দুই দিন আগে, খাদ্য নিরাপত্তা অর্ডিন্যান্স পাশ করে ভারতের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট সই করলে, তা আইনে পরিণত হবে। নতুন এই আইন অনুযায়ী, প্রায় আশি কোটি মানুষকে, মাসে পাঁচ কেজি করে সস্তা শস্য দেবে সরকার। অর্ডিন্যান্সটি কার্যকর হতে, ছয় মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাগবে। সরকার সমর্থকরা বলছে, এর মধ্য দিয়ে দারিদ্র কমবে। অন্যদিকে, বিরোধীদের দাবি, নির্বাচনে ভোট পেতে, আইন করে সরকারি অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে সরকার।-ডিনিউজ
দুই দিন আগে, খাদ্য নিরাপত্তা অর্ডিন্যান্স পাশ করে ভারতের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট সই করলে, তা আইনে পরিণত হবে। নতুন এই আইন অনুযায়ী, প্রায় আশি কোটি মানুষকে, মাসে পাঁচ কেজি করে সস্তা শস্য দেবে সরকার। অর্ডিন্যান্সটি কার্যকর হতে, ছয় মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাগবে। সরকার সমর্থকরা বলছে, এর মধ্য দিয়ে দারিদ্র কমবে। অন্যদিকে, বিরোধীদের দাবি, নির্বাচনে ভোট পেতে, আইন করে সরকারি অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে সরকার।-ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়