নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার ২ ভাইয়ের আত্মীয় স্বজনদের মধ্যে সংঘর্ষে স্কুল শিক্ষক মহিলাসহ উভয় পরে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে গ্রামের ফয়জুর রহমান ও তার আপন ছোট ভাই ছইদুল হোসেনের ছেলেদের মধ্যে শনিবার ঝগড়া ঝাটি হয়। এর জের ধরে ঐদিন বিকেল ৩টার সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন স্থানীয় সাউদ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন (৫০) তার স্ত্রী শামীমা বেগম (৩০) প্রবাসী হারিছ আহমদ (২৫), আবু বক্কর (৪৫), নাজিম উদ্দিন (৩৫), সালমা বেগম (৩০), সুমানা বেগম (১৬), খায়রুন নেছা (৫০)। এদের মধ্যে আবু বক্কর, নাজিম ও অন্তঃসত্তা সালমা বেগমকে গুরুতর আহত অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়