Saturday, July 13

কানাইঘাটে মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট সড়কের বাজারের এক ব্যবসায়ীর মোটর সাইকেল ধাক্কায় গত শুক্রবার এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, সড়কের বাজারের ব্যবসায়ী স্থানীয় ঠাকুরের মাটি গ্রামের মতিউর রহমানের পুত্র আবুল হাসনাতের চলন্ত মোটর সাইকেলের নিচে চাঁপা পড়ে শুক্রবার বিকেল অনুমানিক ৫টার দিকে বাজারের পূর্ব পাশে একই এলাকার মাছু গ্রামের আজিজুল আম্বিয়ার স্ত্রী হাসনাতুন নেছা (৪৫) গুরুতর আহত হন। পরে আহত হাসনাতুন নেছা কে সিলেট ওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায় নি। জানা গেছে বিষয়টি স্থানীয় একটি প্রভাবশালী মহলের মধ্যস্থায় রফাদফা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানিয়েছেন, মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হাসনাতুন নেছার স্বামী আজিজুল আম্বিয়া তার স্ত্রী দুর্ঘটনায় মারা যাওয়ায় তিনি মামলা করবেন না বলে জানিয়েছেন। 
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট!ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়