ঢাকা : অবশেষে সম্মানী পাচ্ছেন তিন মেয়র—নারায়ণগঞ্জের সেলিনা হায়াত্ আইভী, কুমিল্লার মনিরুল হক ও রংপুরের সরফুদ্দীন আহমেদ। তাঁরা মাসিক ৯৪ হাজার ৫০০ টাকা করে পাবেন। তবে তাঁরা কেউই প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন না।
আজ রোববার স্থানীয় সরকার সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেন।
মেয়রদের সম্মানীর ব্যাপারে সরকার আজ ডিও জারি করেছে। স্থানীয় সরকারসচিব সচিব আবু আলম মো. শহিদ খান জানান, এই সম্মানীর মধ্যে মাসিক সম্মানী ৪৪ হাজার ৫০০ টাকা, বাড়িভাড়া ৪০ হাজার ও অন্যান্য খাতে ১০ হাজার টাকা রয়েছে।
তাঁরা (তিন মেয়র) কবে এ টাকা তুলতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁদের বেতন-ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এ ছাড়া, সহস্বাক্ষরের জন্য এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাল-পরশু নাগাদ তাঁরা এ সম্মানী তুলতে পারবেন।’
কবে থেকে এই তিন মেয়রকে সম্মানী দেওয়া হচ্ছে জানতে চাইলে সচিব বলেন, মেয়র হিসেবে যোগদানের তারিখ থেকে তাঁরা এ ভাতা পাবেন।
আজ ‘প্রথম আলো’তে ‘তিন মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিচ্ছে না সরকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরই সরকারি এ আদেশ জারি হতে যাচ্ছে।
সেলিনা হায়াত্ আইভী দলের মনোনয়ন না পেয়েও এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দেন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট শামীম ওসমানকে। কুমিল্লার মনিরুল হক নিজ দল বিএনপি থেকে বেরিয়ে এসে নির্বাচন করেন এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানের দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন।
আর রংপুরের মেয়র সরফুদ্দীন আহমেদ নাগরিক সমাজের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানকে হারান। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হওয়া সত্ত্বেও দল তাঁকে সমর্থন দেয়নি; সমর্থন দিয়েছিল মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমানকে।
তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী বলেন, ‘এখনো এ বিষয়ে আমাকে জানানো হয়নি। তবে আমি অত্যন্ত খুশি।’ এ ধরনের সিদ্ধান্তকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, ‘আশা করি, সরকার অন্য সমস্যাগুলো এভাবে সমাধান করবে।’
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রগুলো বলছে, আইন অনুযায়ী নির্বাচিত মেয়ররা অন্য কোনো মর্যাদা পান না। তবে এর আগে এরশাদ থেকে শুরু বিগত বিএনপির আমল পর্যন্ত মেয়রেরা ‘মন্ত্রী’, ‘প্রতিমন্ত্রী’র মর্যাদা পেয়ে আসছিলেন।--ডিনিউজ
আজ রোববার স্থানীয় সরকার সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেন।
মেয়রদের সম্মানীর ব্যাপারে সরকার আজ ডিও জারি করেছে। স্থানীয় সরকারসচিব সচিব আবু আলম মো. শহিদ খান জানান, এই সম্মানীর মধ্যে মাসিক সম্মানী ৪৪ হাজার ৫০০ টাকা, বাড়িভাড়া ৪০ হাজার ও অন্যান্য খাতে ১০ হাজার টাকা রয়েছে।
তাঁরা (তিন মেয়র) কবে এ টাকা তুলতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁদের বেতন-ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এ ছাড়া, সহস্বাক্ষরের জন্য এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাল-পরশু নাগাদ তাঁরা এ সম্মানী তুলতে পারবেন।’
কবে থেকে এই তিন মেয়রকে সম্মানী দেওয়া হচ্ছে জানতে চাইলে সচিব বলেন, মেয়র হিসেবে যোগদানের তারিখ থেকে তাঁরা এ ভাতা পাবেন।
আজ ‘প্রথম আলো’তে ‘তিন মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিচ্ছে না সরকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরই সরকারি এ আদেশ জারি হতে যাচ্ছে।
সেলিনা হায়াত্ আইভী দলের মনোনয়ন না পেয়েও এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দেন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট শামীম ওসমানকে। কুমিল্লার মনিরুল হক নিজ দল বিএনপি থেকে বেরিয়ে এসে নির্বাচন করেন এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানের দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন।
আর রংপুরের মেয়র সরফুদ্দীন আহমেদ নাগরিক সমাজের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানকে হারান। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হওয়া সত্ত্বেও দল তাঁকে সমর্থন দেয়নি; সমর্থন দিয়েছিল মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমানকে।
তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী বলেন, ‘এখনো এ বিষয়ে আমাকে জানানো হয়নি। তবে আমি অত্যন্ত খুশি।’ এ ধরনের সিদ্ধান্তকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, ‘আশা করি, সরকার অন্য সমস্যাগুলো এভাবে সমাধান করবে।’
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রগুলো বলছে, আইন অনুযায়ী নির্বাচিত মেয়ররা অন্য কোনো মর্যাদা পান না। তবে এর আগে এরশাদ থেকে শুরু বিগত বিএনপির আমল পর্যন্ত মেয়রেরা ‘মন্ত্রী’, ‘প্রতিমন্ত্রী’র মর্যাদা পেয়ে আসছিলেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়