থাইল্যান্ডে মানুষ আকৃতির এক শাবকের জন্ম দিয়েছে এক মহিষ। সেখানকার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই শাবকের দেহ বিশেষত মুখমণ্ডল অনেকাংশেই মনুষ্য আকৃতির। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে রীতিমত শোরগোল চলছে।
এদিকে জন্ম নেয়া শাবকটির হাত পা মহিষের মতই ক্ষুরযুক্ত। ছাই রঙা গাত্রবর্ণও মহিষের সাথেই তুলনীয়। মহিষের মত লেজও রয়েছে এই শাবকের।
ভূমিষ্ঠ হবার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শাবকটি। দলে দলে লোকজন ভিড় জমাতে থাকে শাবকটিকে এক নজর দেখার জন্য। পূজোর আয়োজন হয়েছে সেখানে। কারণ স্থানীয়দের ধারণা মতে, এই অদ্ভূত আকৃতির শাবক সবার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।--পরিবর্তন
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়