Saturday, July 6

বিমানের টয়লেট থেকে ৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার


ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আট কোটি ৯০ লাখ টাকা।
শনিবার দুপুর দেড়টার দিকে কুয়েত থেকে ঢাকায় পৌঁছা বিমানের (ফ্লাইট নাম্বার ০৪৪) উড়োজাহাজ এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এএসপি এহতেশামুল হক এ তথ্য জানান। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা জানান, কাস্টমসের গোয়েন্দা দল এবং বিমানবন্দর কাস্টমস এই স্বর্ণ আসার খবরটি আগেই জানতো। কাস্টমসের উপস্থিতি টের পেয়ে পাচারকারী ২১৭টি স্বর্ণের বার বাথরুমে ফেলে পালিয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়