Monday, July 8

দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার: চীনের সাবেক রেলমন্ত্রীর প্রাণদণ্ড

ঢাকা : চীনের একটি আদালত দেশটির সাবেক রেলমন্ত্রী লিউ ঝিজুনকে স্থগিত প্রাণদণ্ডের আদেশ দিয়েছে।

চীনা সরকারি গণমাধ্যম জানিয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হলেও তা বাস্তবায়ন করা হবে না। চীনের প্রচলিত নিয়ম অনুযায়ী স্থগিত প্রাণদণ্ডকে শেষ পর্যন্ত যাবজ্জীবন করাদণ্ডে রূপান্তরিত করা হয়।

২৫ বছরে সাবেক এই রেলমন্ত্রী এক কোটি ডলার সমপরিমাণ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা বলেছেন, ঘুষের বদলে তিনি রেলের ঠিকাদারি বরাদ্দ করতেন।

চীনা নেতা শি জিনপিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার এই প্রথম শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তা এ ধরনের বিচারের মুখোমুখি হলেন। জিনপিং ক্ষমতা নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়