Monday, July 22

জাপানের পার্লামেন্ট নির্বাচনে আবের দল জয়ী

ঢাকা: জাপানে রোববার অনুষ্ঠিত পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী শিনজো আবের দল।
 
এর ফলে প্রধানমন্ত্রী আবের পক্ষে এখন একটি স্থিতিশীল মন্ত্রীসভা গঠন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।   
 
আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও এর কনিষ্ঠ শরীক দল নিউ কোমেইতোর সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোট ১২১টি নির্বাচনী আসনের মধ্যে অন্তত ৭১টি আসন পেয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এ খবর জানিয়েছে।
 
প্রধানমন্ত্রী আবে এ প্রসঙ্গে বলেন, তার সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার এই নির্বাচনে প্রভাব ফেলেছে। ‘আমরা জনগণের কাছ থেকে আমাদের নীতিসমূহের বিষয়ে ব্যাপক সাড়া পেয়েছি। এটি আমাদের অর্থনীতিকে আরো সমৃদ্ধশীল এবং রাজনীতিকে আরো স্থিতিশীল করবে­’ ­– বললেন আবে।
 
এ জয়ের মধ্য দিয়ে ৬ বছরের মধ্যে এবারই প্রথম পার্লামেন্টের উভয় কক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ পেলো আবের নেতৃত্বাধীন জোট।
 
এতে করে আবের ক্ষমতার ভিত আরো পাকাপোক্ত হচ্ছে। সেইসঙ্গে ২০০৬ সালে জুনিচিরো কোইজুমির ক্ষমতা ছাড়ার পর দেশটিতে প্রথম স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার পট প্রস্তুত হচ্ছে এ নির্বাচনের মধ্য দিয়ে।
 
সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করার কথা রয়েছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, উচ্চকক্ষের ২৪২ আসনের মধ্যে ১৩০ টি আসনের নিয়ন্ত্রণ থাকবে আবের জোটের। উচ্চকক্ষের মোট আসনের অর্ধেক আসনে রোববার নির্বাচন হয়েছে।
 
আবের প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদে ২০০৭ সালে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবারের নির্বাচনকে তার জন্য আস্থার নির্বাচন হিসাবেই দেখা হচ্ছে।--ডিনিউজ
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়