Thursday, July 11

নিরাপদে আছেন মুরসি

ঢাকা: মিশরের সেনাবহিনীর হাতে ক্ষমতাচ্যূ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি নিরাপদ স্থানে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দেশটির অন্তর্বর্তী সরকারের নেতারা মুসলিম ব্রাদারহুডের বিরোধিতার মুখে মন্ত্রিসভা গঠনে হিমসিম খাচ্ছেন।

বুধবার মিশরের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বদর আবদেলাত্তি সাংবাদিকদের জানান, মুরসি বর্তমানে নিরাপদ স্থানে আছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

মিশরের সামরিক ও বিচারিক সূত্র জানায়, মুরসির বিরুদ্ধে দ্রুতই অভিযোগ গঠন করা হবে।

এদিকে মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রার্দারহুডের শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর মন্ত্রিসভা গঠন করতে ব্যাপক প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হচ্ছে নতুন সরকারকে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাবি ব্রাদারহুডের নেতাদের সরকারে যোগ দেয়ার আহ্বান জানালে তারা তা প্রত্যাখ্যান করেন।

গত শুক্রবার তারা সামরিক সরকারের বিরুদ্ধে মিশরের রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভে সেনারা গুলি  চালালে কমপক্ষে ৫৩ জন নিহত হয়।

প্রেসিডেন্ট মুরসির পতন এবং দলের কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর ব্রাদারহুড এখন নের্তৃত্ব সঙ্কটে ভুগছে।

গত সপ্তাহে সেনাবাহিনীর হাতে উৎখাত হন প্রেসিডেন্ট মুরসি।

বুধবার কায়রোর সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদিয়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

একইসঙ্গে দলের উপপ্রধান মাহমুদ ইজ্জাত, এসাম আল এরিয়ান ও মোহামেদ এল – বেলতাগিকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কৌঁসুলির দপ্তর।

এদিকে সিনাই উপত্যাকায় উর্ধ্বতন এক সেনা কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এত একজন কিশোরি নিহত হয়।

সেনাবাহিনীর ফেইসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়। পরে অবশ্য কোন ব্যাখ্যা ছাড়াই ওই বিবৃতি সরিয়ে নেয়া হয়।

এদিকে মুরসির মুক্তির দাবিতে ব্রাদারহুড অব্যাহত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। কায়রো নসর এলাকার রাব্বা আল আদাবিয়া মসজিদের বাইরে হাজার হাজার মুরসি সমর্থক অবস্তান নিয়েছে।

তারা মুরসিকে মুক্ত না করে ঘরে ফিরে যাবে না বলে জানিয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়