নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের রাজাগঞ্জ ইউপির নিজ রাজাগঞ্জ গ্রামের মানুষ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিদ্যুতের আলো পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা ব্যয়ে এবং প্রায় দেড় কিঃ মিঃ বিদ্যুৎ লাইন নির্মিতের মাধ্যমে গ্রামের ২৫৫টি পরিবারে আজ বুধবার বিকেল ৩ টায় শুভ বিদ্যুতায়নের আওতায় আনা হয়। এম.পি মজুমদারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন সুইচ টিপে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে গ্রামে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং পল্লীবিদ্যুৎ- ২ এর কর্মকর্তা খোরশেদ আলম ও উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর আহমদ চুনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লীবিদ্যুৎ- ২ এর জেনারেল ম্যানেজার উমর আলী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, পল্লীবিদ্যুৎ-২ এর ভারপ্রাপ্ত ডিজিএম হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, পল্লীবিদ্যুৎ- ২ পরিচালক মাষ্টার আব্দুল লতিফ, সাবেক পরিচালক ইমাম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা আছার উদ্দিন,মিছবা উদ্দিন,ছাত্রলীগ নেতা ইলিয়াস পল্লী বিদ্যুতের ওয়ারিং পরিদর্শক সফিক আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন বলেন বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ সেক্টরে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। কানাইঘাটের মত দেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং বিদ্যুতায়নের মাধ্যমে ডিজিটাল ক্ষেত্রে দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। তিনি বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। পল্লীবিদ্যুৎ- ২ এর জেনারেল ম্যানেজার উমর আলী কানাইঘাটের রাজাগঞ্জে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সাব বিদ্যুৎ স্টেশন নির্মাণ করা হবে বলে জানান এবং আগামী আগষ্টে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎবিল পরিশোধ গ্রাহকরা করতে পারবেন বলে জানান। নিজ রাজাগঞ্জ গ্রামবাসী রাজনৈতিক প্রতিহিংসার কারনে আশপাশ গ্রামের মানুষ বহু আগে বিদ্যুৎ পেলেও অবশেষে দীর্ঘদিন পর গ্রামে বিদ্যুতায়ন হওয়ায় এম.পি মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
RAJAGONJ PELO)( FOTAHJONG PABO NA KI???R KOTODIN BAKI???? JAR TAKA NAY TAR KARENT AR DORKAR NAY ???HAYRE MANUSH
ReplyDelete