:: ভোলা প্রতিনিধি ::
ভোলার চরফ্যাশনে সোমবার রাতে তড়িতাহত হয়ে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। হামিদ উপজেলার আসলাপুর ইউনিয়নের আলীগাও গ্রামের বাসিন্দা।
ভোলার চরফ্যাশনে সোমবার রাতে তড়িতাহত হয়ে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। হামিদ উপজেলার আসলাপুর ইউনিয়নের আলীগাও গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে আব্দুল হামিদ বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন হবে বলেও জানান তিনি।--পরিবর্তন
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়