Monday, July 29

ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি আলোচনা শুরু

ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা সোমবার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষনার বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে।
২০১০ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ভেঙে দেন। এর প্রায় তিন বছর পর পুনরায় নতুন করে এই আলোচনা শুরু হতে যাচ্ছে।
ইসরাইলি মন্ত্রিসভায় ১০০ জন ফিলিস্তিনি বন্দী দেওয়ার প্রস্তাব পাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রচ্য শান্তি আলোচনা আবার শুরু হওয়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।
ঘোষণায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেন, " সোমবার সন্ধ্যা থেকে আলোচনা শুরু হবে এবং তা মঙ্গলবার পর্যন্ত চলবে।"
তিনি আরও বলেন, " পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানালে তারা তাতে সম্মত হন।"
সূত্র : বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়