সিরাজগঞ্জ : যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে জড়িত চিহ্নিত মহলকে নিয়ে সরকার বিরোধী ধ্বংসাত্মক কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার বিকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নাসিম বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠন করার কথা বলেছেন। তার দল ইতিপূর্বে একাধিকবার ক্ষমতায় গিয়ে অপশাসন ও দুশাসনের রেকর্ড স্থাপন করেছিল। তিনি কোনভাবে ক্ষমতায় আসলে এবার একাত্তরের ঘাতক ও জঙ্গীদের রক্ষার জন্য সরকার গঠন করবেন।
তিনি বলেন, ক্ষমতায় গিয়ে তারা সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গীদের প্রশ্রয় দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল।
নাসিম বলেন, কেউ ভুল ত্রুটির উর্ধে নয়। সরকার পরিচালনা করতে গিয়ে মহাজোট সরকার ভুল ত্রুটি করতে পারে। তিনি সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারী মহলকে প্রত্যাখ্যান করে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।--ডিনিউজ
আজ শুক্রবার বিকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নাসিম বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠন করার কথা বলেছেন। তার দল ইতিপূর্বে একাধিকবার ক্ষমতায় গিয়ে অপশাসন ও দুশাসনের রেকর্ড স্থাপন করেছিল। তিনি কোনভাবে ক্ষমতায় আসলে এবার একাত্তরের ঘাতক ও জঙ্গীদের রক্ষার জন্য সরকার গঠন করবেন।
তিনি বলেন, ক্ষমতায় গিয়ে তারা সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গীদের প্রশ্রয় দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল।
নাসিম বলেন, কেউ ভুল ত্রুটির উর্ধে নয়। সরকার পরিচালনা করতে গিয়ে মহাজোট সরকার ভুল ত্রুটি করতে পারে। তিনি সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারী মহলকে প্রত্যাখ্যান করে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়