Thursday, July 4

যুক্তরাষ্ট্র বাংলাদেশীদের ১০ বছর মেয়াদী ভিসায় আগ্রহী

ঢাকা :  বাংলাদেশীদের দীর্ঘমেয়াদী ভিসা দিতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশীদের ৫ বছর মেয়াদী মাল্টিপল ভিসা দেয়া হয়। এর মেয়াদ দ্বিগুণ বাড়াতে পারে মার্কিন দূতাবাস।

এ্যম্বাসি অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডেপুটি চীফ অব মিশন জন এফ. ড্যানিলোইজ সংবাদ মাধ্যমে এ তথ্য দেন।

তিনি জানান,‘বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ ৫ বছরের মাল্টিপল ভিসা দেয় বিদেশীদেরকে। কিন্তু বাংলাদেশ যদি মার্কিন নাগরিকদের ১০ বছর মেয়াদী মাল্টিপল ভিসা দেয় তাহলে আমেরিকাও বাংলাদেশীদের ১০ বছর মেয়াদী মাল্টিপল ভিসা দিতে প্রস্তুত।'

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,‘থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশ ১০ বছর মেয়াদী যুক্তরাষ্ট্রের মাল্টিপল ভিসা সুবিধা পেয়ে থাকে।

বর্তমানে অনেক বাংলাদেশী ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের মাল্টিপল ভিসা সুবিধা (৫ বছর মেয়াদী) পেয়ে আসছেন। তবে ভিসার মেয়াদ ১০ বছর করতে গেলে বাংলাদেশের পাসপোর্টের মেয়াদও ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছরে উন্নীত করতে হবে।

বাংলাদেশ সরকার নাগরিকদের যে পাসপোর্ট ইস্যু করে তার মেয়াদ ৫ বছর। এবিষয়ে বাংলাদেশের পাসপোর্ট নীতি পরিবর্তন বা আধুনিকায়নের উপর জোর দেনএ্যম্বাসি অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডেপুটি চীফ অব মিশন জন এফ. ড্যানিলোইজ, কারণ বাংলাদেশ সরকারের পাসপোর্টের মেয়াদ থাকে মাত্র ৫ বছর। এক্ষেত্রেও সরকারের পাসপোর্ট নীতি পরিবর্তন বা আধুনিকায়নের পক্ষে জোর দেন জন এফ. ড্যানিলোইজ।

তিনি বলেন,‘এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সম্ভব।' উল্লেখ্য পৃথিবীর অধিকাংশ দেশের পাসপোর্টের মেয়াদ ১০ বছর।(ডিনিউজ)

শেয়ার করুন

1 comment:

  1. কানাইঘাটের ১ম অনলাইন পত্রিকা কানাইঘাট নিউজ২৪ প্রকাশনার কারনে কানাইঘাটের দেশে বিদেশে অবস'ানরত লোকজন বিভিন্ন তথ্য জানতে পারেন এটা সম্পাদক মাহবুবুর রশিদের একান- শ্রম, সাধনা আর ঐকানি-ক প্রচেষ্ঠায় এতে সময় ও অর্থ ব্যয় হয় তাই এ ধারা অব্যাহত রাখতে কানাইঘাটের বিত্তবানদের উচিত সম্পাদক মাহবুবুর রশিদকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়-জামাল(বায়মপুর)।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়