ঠাকুরগাঁও: অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের অটো প্রমোশন পুনর্বহাল করার দাবিতে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি কলেজ ছাত্র সংঘের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চেšরাস্তা মোড়ে অবস্থান নেয়। সেখানে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শহান হোসেন, কলেজ শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।
অটো প্রমোশন পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ডিসি কার্যালয় ঘেরাও করে।
শিক্ষার্থীরা জানান, দুইদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের অনার্স প্রথম বর্ষের ফলাফল দেয়া হয়। ফলাফলে এ বছর অকৃতকার্যদের সংখ্যা বাড়িয়ে গ্রেড পয়েন্ট কম দিয়ে এক বিষয়ে অকৃতকার্যদের প্রমোশন বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত প্রত্যাহার ও পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল বলেন, ‘ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়