:: টাঙ্গাইল প্রতিনিধি ::
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় চার টেম্পু আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় উপজেলার যুগলহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় চার টেম্পু আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় উপজেলার যুগলহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন, উপজেলার বানিয়ারা গ্রামের ট্রেম্পু চালক তারিফ আলী (২৫) ও সুনামগঞ্জের মুক্তার হোসেন (৩৫)।
আহতরা হচ্ছেন, আমিন (৩০), কিবরিয়া (৩২), শারমিন (৩৫), আরাফাত (৭), সানিয়া (৭) ও সম্পা (১৬)। এদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক।
বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, উপজেলার যুগলহাটী এলাকায় রেললাইন পারাপারের সময় একটি টেম্পু রেল লাইনে উঠে যায়। এসময় সিরাজগঞ্জ থেকে ঢাকা গামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই টেম্পুর তিন আরোহী নিহত ও মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেয়া হলে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় টেম্পুর ৬ যাত্রী আহত হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝামেলা এড়াতে স্বজনরা লাশ নিয়ে গেছে বলেও তিনি জানান।(পরিবর্তন)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়