:: যশোর প্রতিনিধি ::
ঈদে গৃহবধূ মুক্তা বাবার বাড়িতে ঈদ করার ইচ্ছা পোষণ করেন। তবে এ ইচ্ছার মূল্য দেননি স্বামী। রাজি না হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঈদে গৃহবধূ মুক্তা বাবার বাড়িতে ঈদ করার ইচ্ছা পোষণ করেন। তবে এ ইচ্ছার মূল্য দেননি স্বামী। রাজি না হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যান।
নিহত মুক্তা বেগম সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের আবুল খায়েরের স্ত্রী এবং তার বাবার বাড়ি ঝালকাঠি জেলায়।
যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, ঝালকাঠিতে যাওয়ার জন্য মুক্তাস্বামীর কাছে বায়না করে। কিন্তু স্বামী আবুল খায়ের জানিয়ে দেন ঈদ তার বাড়িতে (যশোর) করতে হবে। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে মুক্তা বিষপান করে। পরে বাড়ির লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পেরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।---পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়