Friday, July 26

কানাইঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
 ভোটার তালিকা থেকে জামায়াত নেতাদের নাম বাদ দেওয়ার সিন্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ২টায় কানাইঘাটে বাজারে মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ দেলোওয়ার হোসেন, জামায়াত নেতা কামাল উদ্দিন, শরিফ উদ্দিন, উপজেলা শিবিরের সভাপতি রশিদ আহমদ, সেক্রেটারী হাফিজ শাকির আহমদ, জুবায়ের আহমদ, ইউসুফ, মামুন রশিদ, ফারুক, শরিফ উদ্দিন, সুমন আহমদ প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার যে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে তা প্রত্যাহার করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়