Saturday, July 20

গোলাম আযমের ফাঁসির দাবিতে বিক্ষোভ


যশোর: জামায়াত ইসলামের সাবেক আমীর যুদ্ধাপরাধী আটক গোলাম আযমের ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার বিকেলে উদীচী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। শহরের জর্জকোট মোড়, দড়াটানা, চিত্রামোড়, মাইকপট্টি ঘুরে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে স্লোগানে স্লোগানে রাজাকার গোলাম আযামের ফাঁসির দাবি জানানো হয়। 
মিছিলে অংশগ্রহণ করেন উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ লাল, সভাপতি সোমেশ মুখার্জী, সিপিবি নেতা ইলাহদাদ খান, গাজী গোলাম মোস্তফা, সাংবাদিক কিরণ সাহা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়