Monday, July 8

সিলেট স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ঢাকা: ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করেছেন  সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল 
আগে শুরু করার তাগাদা ছিল আইসিসি। গত মে মাসে আইসিসির মাঠ পরিদর্শক দল সিলেট স্টেডিয়াম পর্যবেক্ষণকালে এর কাজ শুরু না হওয়ায় নাখোশ হয়েছিলেন। সেপ্টেম্বর পর্যন্ত তখন মাঠ উন্নয়নের সময়সীমা বেধে দেয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে ২০ ভাগ কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামের উন্নয়নকাজের ৬০ ভাগ সম্পন্ন হবে। আর সম্পূর্ণ কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত  সময় লাগবে। কিন্তু ততোদিন পর্যন্ত কি অপেক্ষা করবে আইসিসি? এটাই এখন দেশের মান সন্মানের বিষয়। কেন এতো দেরি করে সংস্কার কাজ আরম্ভ হলো এটা কি তদন্ত করা হবে। নাকি আর সবের মতো এটাও তলিয়ে যাবে অন্ধকারে। এটাই এখন সংশ্লিষ্ঠ ক্রিকেট অনুরাগিদের জিজ্ঞাসা।

মুহিত। এই মাঠেই আগামী বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের সাতটি ম্যাচ হবে। তবে উন্নয়ন কাজ দেরিতে শুরু করার কাজ নির্ধারিত সময়ে শেষ হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। সেজন্য তারা বিকল্প ভেন্যুও প্রস্তুত করে রাখছে বলে জানা গেছে। তবে সোমবার বিকেলে উন্নয়ন কাজের উদ্বোধনকালে অর্থমন্ত্রী শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেন,এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবেই। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ । সোমবার এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ৮৭ কোটি টাকা ব্যয়ে এর উন্নয়ন কাজ শুরু হয় অনেক আগেই। তবে এই সংস্কার কাজ আরো 

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়