নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল লক্ষ্মীপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি স্কুল প্রাঙ্গনে এলাকার স্থানীয় লোকজনদের উপস্থিতিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি সমাজসেবী শফিকুর রহমানের সভাপতিত্বে এবং জুনেদ আহমদ জীবানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেওয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম, শ্রমিক নেতা আলমগীর কবির, মহিলা ইউপি সদস্যা দ্বিপ্তী রাণী দাস। বক্তব্য রাখেন-স্কুলের প্রধান শিক্ষিকা শুকা রাণী দাস, সহকারী শিক্ষিকা রাবিয়া বেগম, রায়হানা বেগম প্রমুখ। সভায় স্থানীয় লোকজন ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি আজ বন্ধ হওয়ার পথে। বার বার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও স্কুলটি সরকারীকরণ না হওয়ায় বছরের পর বছর ধরে শিক্ষরা বিনা বেতনে শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। জরাজীর্ণ স্কুলটিতে কোন ধরণের উন্নয়নের ছোঁয়া না লাগায় বিগত কালবৈশাখী ঝড়ে স্কুলের টিনের চালা উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ডেস্ক-বেঞ্চ নেই, অফিস রুমের আনুষাঙ্গিক কোন আসবাবপত্রও নেই। এমতাবস্থায় এলাকার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করার জন্য স্কুলটি সরকারীকরণে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়