টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ ভারতে হবে! এমনই গুজব শোনা যাচ্ছে। অথচ বিশ্বকাপটি বাংলাদেশেই হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সদ্য সমাপ্ত সাধারণ বার্ষিক সভায়।
ভারতের এক পত্রিকার বরাত দিয়ে গুজবটি ছড়িয়েছে বাংলাদেশেরই কিছু অনলাইন নিউজ পোর্টাল। আইসিসির সাধারণ সভায় এ বিশ্বকাপ সরিয়ে নেওয়া সংক্রান্ত কোনো কথা না হলেও পোর্টালগুলো তা প্রচার করেছে।
সদ্য সমাপ্ত সভায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে, আগস্টের মধ্যে ভেন্যু প্রস্তুত করা হয়ে গেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সুতরাং আইসিসির এই সিদ্ধান্তে সন্দেহের কোনো অবকাশ নেই। আর আইসিসির বেঁধে দেওয়া সময় আগস্ট মাসের মধ্যেই ভেন্যু প্রস্তুত হয়ে যাবে, এ কথা জোর দিয়ে জানিয়েছেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তীকালীন প্রধান জগমোহন ডালমিয়ার একটি উক্তি ভারতের পত্রিকাটির বরাত দিয়ে প্রকাশ করেছে অনলাইন পোর্টালগুলো। তিনি বলেছেন, “আমরা কারো কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে চাইছি না। আমরা বরং বাংলাদেশকে সাহায্য করতে চাইছি।”
ডালমিয়ার উক্তিটি আইসিসি সভার অনেক পরে হলেও ভারতের পত্রিকা ও বাংলাদেশের অনলাইন পোর্টালগুলো এ গুজবটিকে সদ্য সমাপ্ত আইসিসি সাধারণ সভার উক্তি বলে চালিয়েছে।--পরিবর্তন
এ নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন বাংলাদেশের সচেতন ক্রিকেটমহল। দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করে প্রতিবেদন করা পোর্টালগুলোকে সতর্ক করে দেওয়ার কথাও বলছেন অনেকে।
খবর বিভাগঃ
খেলাধুলা
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়