Tuesday, July 16

‘জোট-মহাজোট সরকার/রাজাকারের পাহারাদার’

ঢাকা : গণজাগরণ মঞ্চ থেকে এবার সরকার বিরোধী স্লোগান দেয়া হচ্ছে। এতদিন যুদ্ধাপরাধী ও জামায়াত শিবিরের বিরুদ্ধে নানা দিলেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সহ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। মঙ্গলবার ভোরে একবার বাধার পর সকাল ১০টার দিকে দ্বিতীয় দফায় মিছিল বের করে জাগরণ মঞ্চের কর্মীরা। তাদের মিছিলে আবারও বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করে শিশুপার্ক এলাকা ঘুরে টিএসসিতে যায় জাগরণ মঞ্চের মিছিল। এরপর আবার তারা শাহবাগে ফিরে জাতীয় যাদুঘরের সামনে সমাবেশে মিলিত হয়। গণজাগরণ মঞ্চের মিছিল থেকে গোলাম আযমসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো নতুন স্লোগান শোনা যায়। ‘রাজাকারের পাহারাদার/শেখ হাসিনার সরকার, আপোষের এই রায়/ মানি না মানবো না, লীগ-বিএনপি সরকার/রাজাকারের পাহারাদার, জোট-মহাজোট সরকার/রাজাকারের পাহারাদার’ প্রভৃতি স্লোগান দেয়া হয় মিছিল থেকে। মারুফ রসুল জানান, গোলাম আযমের ফাঁসির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর ২০ পয়েন্টে অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মীরা।
শাহবাগের গণজাগরণ মঞ্চ ছাড়াও মিরপুর ১ ও ১০, পল্টন, যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও, আবদুল্লাহপুর, টেকনিক্যাল মোড়, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, সাভার ও নতুন বাজারে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মীরা।
যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ওই রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকালে তারা সারা দেশে হরতালের ডাক দেন। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়