শরণখোলা (বাগেরহাট): শরণখোলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড রায় ঘোষণার প্রতিবাদে জামায়াত-শিবিরের একটি মিছিল উপজেলা সদর রায়েন্দা বাজারে প্রদক্ষিণকালে শরণখোলা থানা পুলিশ ধাওয়া করে দু’শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
বুধবার জোহরের নামাজ শেষে জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের মৃত্যুদন্ড রায় ঘোষানার পর এর প্রতিবাদে ও হরতালের সমর্থনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর ও সেক্রেটারি মাওলানা সরোয়ার হোসেন বাদলের নেতৃত্বে জামায়াত-শিবিরের একটি মিছিল রায়েন্দা বাজারে প্রদক্ষিণকালে পুলিশের ধাওয়া খেয়ে রাজৈর মাদ্রাসায় ঢুকে পড়ে। মাদ্রাসায় ঢুকে মিছিলকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় শরণখোলা থানার এসআই মোস্তাফিজের নেতৃত্বে একদল পুলিশ রাজৈর মাদ্রাসার সামনে থেকে ধানসাগর-নলবুনিয়া গ্রামের ইব্রাহীমের পুত্র আমতলী মাদ্রাসার ছাত্র ওবায়েদুল (২০) ও বানিয়াখালী গ্রামের আল-আমিন নামের দু’শিবির কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। --ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়