ঝিনাইদহ: ঝিনাইদহে ইখতিয়ার উদ্দিন (২৮) নামে এক ভুয়া ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ইখতিয়ার উদ্দিন ঝিনাইদহের হরিণাকন্ডু উপজেলার শ্রীপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইখতিয়ার উদ্দিন রেকর্ড রুমে ঢুকে নিজেকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহ জনক মনে হলে রেকর্ড রুমের সহকারী কমিশনার শুক্লা সরকার তাকে চ্যালেঞ্জ করে ভুয়া সনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইখতিয়ারকে গ্রেফতার করে। সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুম আলী বেগ তাকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়