Sunday, July 28

সরকারি গাছে চেয়ারম্যানের ফার্নিচার

:: ঝিনাইদহ প্রতিনিধি ::
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে ৩টি সরকারি মেহগনি গাছ কেটে নেয়া হয়েছে। পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের লোকরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চেয়ারম্যানের লোকেরা মধুপুর চৌরাস্তা থেকে মধুপুর বাজার পর্যন্ত রাস্তা থেকে গাছ ৩টি কেটে নিয়ে যায়। তার বাড়ির ফার্নিচার তৈরির জন্য এই গাছ কাটা হয়েছে।
চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, "যাদের জমির সীমানায় গাছগুলো বেড়ে উঠেছিল তারাই কেটে নিয়ে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।"
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার মাহমুদুর রহমান জানান,"গাছ কাটার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়