ঢাকা : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে।
মন্ত্রি পরিষদ বিভাগে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে সৈয়দ আশরাফ আগামীতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান। সৈয়দ আশরাফ বলেন, ইতোমধ্যে সিটি, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেনা মোতায়েন ছাড়াই এসব নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভবিষ্যতেও এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান।
মন্ত্রিপরিষদ বিভাগে ডিসি সম্মেলনে এলজিআরডি মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, তার অভিজ্ঞতা থেকেই তিনি নিশ্চিত যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সাংবাদিক পেটানোর মামলায় এমপি রনির গ্রেফতার এবং দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া। আইন যদি গোলাম মাওলা রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলেও দলও ব্যবস্থা নেবে। তিনি বলেন, আমি মনে করি কোন দোষী ব্যক্তির রাজনীতি করা সমীচিন হবে না।--ডিনিউজ
মন্ত্রি পরিষদ বিভাগে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে সৈয়দ আশরাফ আগামীতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান। সৈয়দ আশরাফ বলেন, ইতোমধ্যে সিটি, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেনা মোতায়েন ছাড়াই এসব নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভবিষ্যতেও এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান।
মন্ত্রিপরিষদ বিভাগে ডিসি সম্মেলনে এলজিআরডি মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, তার অভিজ্ঞতা থেকেই তিনি নিশ্চিত যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সাংবাদিক পেটানোর মামলায় এমপি রনির গ্রেফতার এবং দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া। আইন যদি গোলাম মাওলা রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলেও দলও ব্যবস্থা নেবে। তিনি বলেন, আমি মনে করি কোন দোষী ব্যক্তির রাজনীতি করা সমীচিন হবে না।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়