Thursday, July 4

বরিশালে ৩য় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি


বরিশাল: কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনসহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (তহশিলদার) ন্যায় আনুপাতিক হারে বেতন স্কেল পুননির্ধারণের দাবীতে বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারীরা। ৩য় শ্রেণীর কর্মচারীদের দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ শহীদুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলাকালে তারা দাবীর স্বপক্ষে সভা, কার্যালয়ে মৌন মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচী পালন করেছেন। 
আন্দোলনকারী মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, এই কর্মবিরতির ফলে বিভাগীয় কমিশনার কার্যালয়, ৬ জেলা প্রশাসক কার্যালয়, ৪০ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং প্রতিটি ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রমে অচলাবস্থার সৃস্টি হয়েছে। এরপরও দাবী না মানলে ৬ জুলাই ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, এরপর টানা ২ দিনের কর্মবিরতি এবং প্রয়োজনে লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা।
বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন জানিয়েছেন, তারা তাদের দাবী দাওয়া উপস্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ন দাপ্তরিক কার্যক্রমও করছেন। স্বাভাবিক কার্যক্রম না চললেও খুব একটা সমস্যা হচ্ছেনা বলে দাবী করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা নাজির মো. ইউনুস মিয়া। বক্তব্য রাখেন আব্দুল বারেক মোল্লা, মো. রিয়াজ, বশির আহমেদ, আয়েশা সিদ্দিকা, আকলিমা বেগম, সাইদুল ইসলাম প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়