ঢাকা : বিশ্বের মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছে।
২০১২ সালের জুন মাস থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া, সহায়-সম্বল হারিয়ে পথে বসেছেন কয়েক লাখ মুসলমান। মিয়ানমারে দুই বছর আগে সামরিক শাসনের অবসানের পর দেশটিতে রাজনৈতিক সংস্কার আনার যে কর্মসূচি নতুন সরকার হাতে নিয়েছে তা রোহিঙ্গা গণহত্যার কারণে অনেকটা ম্লান হয়ে পড়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি’র প্রতিনিধিরা মিয়ানমার সরকারকে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের ওআইসি গ্রুপের প্রধান ও সংস্থাটিতে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত রোবল ওলহাইয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ হিসেবে অভিহিত করেন। তিনি বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, মুসলিম বিরোধী সহিংসতা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মিয়ানমার সরকার।
তিনি এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার নিউ ইয়র্কে ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন মিয়ানমার’এর সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। আমেরিকা ও চীনের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ দেশকে নিয়ে এ গ্রুপ গঠিত।
সাক্ষাতে মুন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে মিয়ানমার সরকার দেশটির সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করবে।--ডিনিউজ
২০১২ সালের জুন মাস থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া, সহায়-সম্বল হারিয়ে পথে বসেছেন কয়েক লাখ মুসলমান। মিয়ানমারে দুই বছর আগে সামরিক শাসনের অবসানের পর দেশটিতে রাজনৈতিক সংস্কার আনার যে কর্মসূচি নতুন সরকার হাতে নিয়েছে তা রোহিঙ্গা গণহত্যার কারণে অনেকটা ম্লান হয়ে পড়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি’র প্রতিনিধিরা মিয়ানমার সরকারকে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের ওআইসি গ্রুপের প্রধান ও সংস্থাটিতে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত রোবল ওলহাইয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ হিসেবে অভিহিত করেন। তিনি বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, মুসলিম বিরোধী সহিংসতা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মিয়ানমার সরকার।
তিনি এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার নিউ ইয়র্কে ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন মিয়ানমার’এর সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। আমেরিকা ও চীনের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ দেশকে নিয়ে এ গ্রুপ গঠিত।
সাক্ষাতে মুন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে মিয়ানমার সরকার দেশটির সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়