Saturday, July 13

আড়াইহাজারে বিএনপির সংস্কারপন্থি নেতা আঙ্গুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল : সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সংস্কারপন্থি বিএনপি নেতা ও সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের বিরুদ্ধে গতকাল শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। আড়াইহাজার পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী পারভীন আক্তারের বিরোধীতা করে আওয়ামীলীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাবিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। গোপনে দলীয় সকল নেতাকর্মীকে পারভীনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান। এ সকল অপকর্মের হোতা সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থাগ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা। 
আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের অংশ নেয়। উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে আশিক মার্কেট প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব বিএনপি নেতা ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাশেম ফকির, গোপালদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলী, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি জাহিদ হোসেন, থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হামিদ ভাষাণী, থানা শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেন, থানা ওলামাদলের সভাপতি মাওলানা নাছিরউদ্দিন, থানা যুবদল নেতা সালাউদ্দিন চৌধুরী, শবদর আলী, জহির, আব্দুর রউফ, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহীন, মাসুদ, সুফিয়ান, আনোয়ার, সামছুল, ছাত্রদল নেতা শফিক প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে আতাউর রহমান খান আঙ্গুর আওয়ামীলীগের পক্ষে কাজ করেন। আড়াইহাজার ও গোপালদী পৌরসভার মেয়র নির্বাচনেও বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীদের বিরোধীতা করে। গোপনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে আতাঁত করে বিএনপি প্রার্থীদের পরাজয় ঘটনায়। আড়াইহাজারে সংস্কারপন্থি আঙ্গুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। দলীয়প্রার্থীদের বিরোধীতা করার প্রমানাধী বিএনপির সিনিয়র নেতাকর্মীদের কাছে রেকর্ড আছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অবিহিত করা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়