Monday, July 22

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ১০ ছিনতাইকারী আটক


চট্টগ্রাম: চট্টগ্রামে একটি আবাসিক হোটেল  থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কাভার্ড ভ্যান ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকার ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ১০ জনের মধ্যে  হোটেল মালিকের ছেলেও আছে।
উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে, একটি ওয়ান শ্যূটার গান, একটি দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং এক রাউন্ড এসএমজি’র গুলি।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, বন্দর থানায় দায়ের হওয়া একটি কাভার্ড ভ্যান ছিনতাই মামলার আসামীদের ধরার জন্য   সোমবার  ভোরে কদমতলী এলাকায় ডায়মন্ড  হোটেলে অভিযান চালায় পুলিশ।
এসময়  হোটেলের একটি কক্ষ থেকে দু’জন তালিকাভুক্ত ছিনতাইকারীকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। রাজিব (৩০)ও তার সহযোগী নূরু (২২)। রাজিব বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং ডায়মন্ড হোটেলের মালিক শুক্কুর আহমদের ছেলে। একই সঙ্গে হোটেলের বিভিন্ন কক্ষ  থেকে আর ৮ জন কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়।
ওসি  বলেন, ‘আটক কাভার্ড ভ্যান চালকেরা মূলত গাড়ি চালানোর আড়ালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। রাজিব এসব ছিনতাইকারী চক্রের অন্যতম দলনেতা বলে আমরা জানতে পেরেছি।’ সংঘবদ্ধ এ চক্রটির সঙ্গে আরও যারা জড়িত তাদের  গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মনজুর  মোর্শেদ  বলেন, ‘বন্দর, সিইপিজেডসহ আশাপাশের এলাকায় একাধিক কাভার্ড ভ্যান ছিনতাইকারী চক্র সক্রিয় আছে বলে আমরা জানতে  পেরেছি। এসব চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালানো হবে।’-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়