Thursday, July 4

রমজানে বাজার দর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ


বরিশাল: আসন্ন রমজানে বাজার দর নিয়ন্ত্রনে রাখতে দ্রব্যমূল্য বিষয়ক টাস্কফোর্সগুলো আরো কার্যকর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে ব্যবসায়ী ও সংশি¬ষ্ট প্রশাসনদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় সভাতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। 
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান সভায় জানান, চৌমাথা বাজার ফরমালিন মুক্ত ঘোষণা করা হলেও সেটি কার্যকর করা যায়নি। কারণ বরিশাল চেম্বার অব কমার্স ফরমালিন পরীক্ষা করার দুটি মেশিণ মৎস্য বিভাগকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্ত প্রতিশ্র“তি অনুযায়ী তারা মেশিণ না দেওয়ায় চৌমাথা বাজার ফরমালিন মুক্ত ঘোষণা শুধুমাত্র কাগজ-কলমে সীমাবদ্ধ রয়েছে। এমনবস্থায় সভার সভাপতি মোঃ শহীদুল ইসলাম জানান, অন্ততÍ রমজান মাসে চৌমাথা বাজার ফরমালিনমুক্ত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন। সভায় উপস্থিত চৌমাথা বাজার কমিটির সভাপতি আবু বক্বর সিদ্দিক প্রশাসনকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। 
ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সদস্য আঃ ছালাম তালুকদার অভিযোগ করেন, ব্যবসায়ীরা ওজন মাপার জন্য যে ডিজিটাল মেশিণ ব্যবহার করছেন সেগুলোতেও কারচুপি করা হচ্ছে। বেশীরভাগ দোকানীরা মেশিনের বুতাম চেপে প্রতিকেজিতে কম পন্য দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন। বিশেষ করে নগরীর বটতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে ওজনে কম দেওয়ার প্রবনতা বেশী। এ অভিযোগের ভিত্তিতে জরুরীভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের ওজন মাপার ডিজিটাল মেশিণ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। 
এছাড়া রমজান মাসে জেলা প্রশাসন, সিটি করপোরেশণ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও মৎস্য বিভাগসহ সংশি¬ষ্টদের জোরালোভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর, আওয়ামীলীগ নেতা মোঃ হোসেন চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক’র জেলা সভাপতি আক্কাস হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়