Saturday, June 29

দর্শনায় বিজিবি-বিএসএফ বৈঠক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফয়ের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান এবং বিএসএফয়ের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি সমরেশ কুমার। আধাঘণ্টা ব্যাপী এ বৈঠকে দুই দেশের সীমান্তে মাদক ও গরু চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ চলমান নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়