Saturday, June 22

মহম্মদপুরের মাঠে মাঠে সবুজের ঢেউ

মহম্মদপুর (মাগুরা) : যতদূর চোখ যায় শুধুই সবুজের সমারোহ। এ যেনো সবুজের হাতছানি। দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে তাই সবুজের ঢেউ। মাগুরার মহম্মদপুরের ৮টি ইউনিয়নের মাঠে মাঠে সবুজের মেলা বসেছে। তবে এ মেলা, সবুজ পাটের মেলা। যত্ন ও পরিচর্যায় কৃষকের ক্ষেত ভরে উঠেছে সবুজ পাটে।

মৌসুমের শুরুতেই ভয়াবহ খরার কবলে পড়ে পাট চাষ। চৈত্রের তাপদাহে মাটি ফেটে চৌচির হয়ে যায়। চৌচির হয়ে যায় পাট ক্ষেত। মাঠের কঁচি পাট ক্ষেত খরার কবলে পড়ে। হুমকির মুখে পড়ে পাট চাষ ও উৎপাদন। কিন্তু হঠাৎ করেই আকাশ গলে। অঝোর ধারায় বৃষ্টি নামে। গা ঝাড়া দিয়ে ওঠে নিস্তেজ পাট। এরপর অনুকূল আবহাওয়া বিরাজ করায় সোনালী আঁশ উৎপাদনে দেখা দিয়েছে সোনালী সম্ভাবনা।

কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাঁজার ৭শ’ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কৃষকরা এখন মাঠে মাঠে নিড়ানি ও বাচক দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে কোথাও কোথাও খরার কবলে পড়া পাট ক্ষেতের অবস্থা অপেক্ষাকৃত নাজুক।

উপজেলার চাষিরা চলতি বছর দেশি ও ভারতীয় বিভিন্ন জাতের পাট আবাদ করেছেন। তবে দেশি জাতের তুলনায় অনেক বেশি চাষ হয়েছে ভারতীয় জাতের। ১০ হাঁজার ৭শ’ হেক্টরের মধ্যে সর্বোচ্চ ২ হাঁজার হেক্টর জমিতে দেশি ০৯৮৯৭ এবং ০৭২ জাতের পাট চাষ করেছেন কৃষক। অবশিষ্ট ৮ হাঁজার ৭শ’ হেক্টর জমিতে ভারতীয় বিভিন্ন জাতের পাট চাষ করা হয়েছে।

সরেজমিনে দেখাগেছে, মাঠে মাঠে সবুজ পাটের হাসিতে-হাসছেন কৃষকও। অল্প কিছু দিনের মধ্যেই কৃষক পাট কাটতে শুরু করবেন। বিশেষ করে যেসব এলাকার ক্ষেতে কৃষক আমন রোপন করবেন, সেসব এলাকার মাঠের পাট একটু আগামই কাটা শুরু করবেন তারা। চলতি মৌসুমে উপজেলায় পাটের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। তবে ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে কৃষক খানিকটা শঙ্কিত। পাটের আশানুরুপ দাম পেলে মাঠের হাসি ফুটে উঠবে কৃষকের মুখে। অন্যথায় ফিকে হয়ে যাবে কৃষকের সোনালী স্বপ্ন।

উপজেলা সদরের ব্যাপারিপাড়ার কৃষক আবদুল ওয়াহাব ডিফারেন্ট নিউজকে বলেন, মৌসুমের শুরুতে পাটের অবস্থা খুবই শোচিনীয় ছিলো। পরবর্তীতে বৃষ্টি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিসার শরীফ উদ্দীন আহ্মেদ ডিফারেন্ট নিউজকে বলেন, চলতি মৌসুমে খরা পাটের বাম্পার ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে ন্যয্যদাম প্রাপ্তি নিয়ে সংশয় রয়েছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়