Friday, June 28

বাংলাদেশে বাণিজ্য সুবিধা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

জল্পনা-কল্পনা, আশংকাকে সত্যি করে শেষ পর্যন্ত ওবামা প্রশাসন বাংলাদেশে বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিত করেছে। বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা সমস্যা এবং পোশাক শিল্পের শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ থেকেই বৃহস্পতিবার বাংলাদেশের বাণিজ্য সুবিধা ও অগ্রাধিকার স্থগিত করার পরিকল্পনা ঘোষণা করে ওবামা প্রশাসন।
মার্কিন প্রশাসন এ সিদ্ধান্তে পৌঁছাতে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে রানা প্লাজা ধসে ১১২৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং গত নভেম্বরে অগ্নিকাণ্ডে আরও ১১২ শ্রমিকের মৃত্যুর ব্যাপারটি আমলে নিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে এসব দুর্ঘটনার পরই বাংলাদেশের বাণিজ্য সুবিধাদি স্থগিত করার ব্যাপারে ওবামা প্রসাশনের ওপর তীব্র চাপ ছিল।
বৃহস্পতিবার কংগ্রেসকে একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ''যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য সুবিধা স্থগিত করবে, কারণ বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার রক্ষার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।''
শ্রম ইউনিয়ন এবং ক্যাপিটাল হিল নেভিগেশন ডেমোক্রাটাস এই পদক্ষেপ নিতে ওবামা প্রশাসনকে চাপ প্রয়োগ করে। বাংলাদেশকে প্রায় ৫০০০ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানী করতে দেয়া হতো যা দেশের বার্ষিক রপ্তানীর প্রায় ২৫ শতাংশ।
আইনের বিভিন্ন ধারা এবং প্রেসিডেন্ট প্রক্লেইমশনের সূত্র ধরে বারাক ওবামা তার সর্বশেষ প্রক্লেইমেশনে বলেন- আমি বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেশের সংবিধানের ও ১৯৭৪ সালের আইনের ৬০৪ ধারায় দেওয়া ক্ষমতা বলে ঘোষণা করছি যে-জিএসপি’র একটি সুবিধাভোগী দেশ হিসেবে বাংলাদেশের জন্য সুবিধাটি স্থগিত করা হলো; এর সাথে সাথে জিএসপি সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের করা স্বল্প-উন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হলো। ফেডারেল রেজিস্ট্রারে এই ঘোষণা প্রকাশিত হওয়ার ৬০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিধান রয়েছে।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়