ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মোট ৩৩ হাজার ২৩৩ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।
তিনি জানান, উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও http://www.dpe.gov.bd উত্তীর্ণদের নামের তালিকা পাওয়া যাবে।
উল্লেখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে গত ১২ এপ্রিল ৯ লাখ ৩২ হাজার ৫২৩ জন চাকরি প্রত্যাশী ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় অংশ নেন। দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) ১৪ হাজার ৮৫৮ জনকে এই পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়